শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রী সিএনজি ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে ৬ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহিপুর সিপিসিএল গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন সারিয়াকান্দি হাটবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মোমিন (৩০), শেরপুরে লগুরার ইদ্রিস আলীর ছেলে সাব্বির (২২), সারিয়াকান্দির মাটিডালী গ্রামের আজন শেখের ছেলে শহিদুল ইসলাম (৩২), একই থানার গ্রামের আব্দুল মাজেদের ছেলে আব্দুল জলিল (৩০) ও তার স্ত্রী স্বম্পা বেগম (২৫) এবং শেরপুরের কেল্লা পোরশীর এলাকার বাদশার মেয়ে জেসমিন খাতুন (৯)
জানাযায়, বগুড়া থেকে ৬ জন যাত্রী নিয়ে শেরপুরের দিকে আসে সিএনজি।এ সময় শেরপুরের মহিপুর এলাকার সিপিসিএল গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা ব্যাটারির এসিডপানি বোঝাই পিকআপটি (বগুড়া ন ১১ ১৭৮৪) নিয়ন্ত্রন হারিয়ে সিএনজির সামনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫জন যাত্রী ও চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। পথচারী আব্দুর রশিদ জানান, পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি সিএনজিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং ট্রাক-সিএনজি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।