মহেশখালী উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম হঠাৎ করে নেমে আসে বর্ষা।২০-২৫ দিন টানা বৃষ্টিতে প্লাবিত মাতার বাড়ী।ধসে পড়ছে অনেকের মাঠির ঘরের দেওয়াল ও প্লাবিত হয়েছে অনেকের ফসলের মাঠ।ক্ষতি হয়েছে অনেক ফসল উৎপাদন কারী চাষী ও অনেক মাছ চাষাদের।টানা বৃষ্টির কারণে চাষীদের জমি প্লাবিত হওয়ায় চাষীরা করতে পারেনি ফসল উৎপাদন। যার কারণে চাষীদের মাথায় ওঠেছিল হাত।অন্যদিকে করোনার কারণে নাই কোনো আয়,তাই কৃষকরা দিন কাটাচ্ছে অনেক কষ্টে।
আজ ১০ই আগষ্ট সকাল সকাল দেখা মিলেছে রোদের।তাই চাষীরা কিছু স্বস্তি ভোগ করতেছে।