মহেশখালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম মাদক কারবারীদের নিয়ে কঠোর অবস্থানে সরকার।মাদক কারবারিদের গ্রেফতারের জন্য প্রতিদিন কোনো না কোনো জায়গায় অভিযান চালায়,বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী।তারপরও দমন করা যাচ্ছেনা মাদক কারবারিদের।সরকারের কঠোর অবস্থানের পরও মাদক কারবারিরা করে যাচ্ছে মাদক প্রচার। আজ ০৯ই আগষ্ট (সোমবার) সকালে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উখিয়া থানাধীন পশ্চিম পালংখালী আন্ধার ঘোনা সাকিনস্থ জনৈক মনির আহমেদ এর বসতঘর হতে আরেফা বেগম নামের একজন মাদক কারবারি কে গ্রেফতার করে। আসামী আরেফা বেগম (৩৬) এর স্বামীর নাম মনির আহামেদ,তিনি কক্সবাজার জেলার,উখিয়া থানার,পশ্চিম পালংখালী ইউনিয়নের বাসিন্দা। অভিযানের সময় ৪,২০০( চার হাজার দুইশত) পিস ইয়াবা (মাদক) জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।