রাজবাড়ী জেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ী বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করে ৪২ (বিয়াল্লিশ) পুড়িয়া হেরোইনসহ আসামী মোঃ রাবেল সেক কে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, বালিয়াকান্দি থানা, রাজবাড়ী এর নেতৃত্বে এস.আই/মোঃ রাজিবুল ইসলাম সঙ্গীয় অফিসারদের সহায়তায় ইং ১০/০৮/২০২১ইং তারিখে বালিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৪২ (বিয়াল্লিশ) পুড়িয়া হেরোইনসহ আসামী মোঃ রাবেল শেখ (২৬), পিতা- মোঃ আবুল শেখ, গ্রাম- বালিয়াকান্দি (পশ্চিমপাড়া) , থানা- বালিয়াকান্দি, জেলা -রাজবাড়ী গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।