বেলাব উপজেলার প্রতিনিধি : শাহিনুর আক্তার স্বাবলম্বী হয়েছেন নরসিংদীর বেলাব উপজেলা চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া কমলা চাষ করে।মাত্র ৪০ শতাংশ জমিতে ২০১৯ সালে কমলা চাষ শুরু করেন। জানা গেছে, উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামের মৃতঃ জগত মেম্বারের ছেলে কৃষক জাহাঙ্গীর আলম। এখন নিজের বসতবাড়ির পাশে ৪০ শতাংশ জমিতে কমলা চাষ করেন তিনি। উৎপাদন খরচ বছরে ৫০ হাজার টাকা,বছর শেষে বিক্রি করতে পারে প্রায় ১ লক্ষ ৮০হাজার থেকে ২ লক্ষ টাকা।প্রতি বছর তার আয় হবে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। একই সাথে একাধিক ফসল উৎপাদন করে সফলতা পাওয়ায় অন্যন্য কৃষকরাও এগিয়ে আসছেন এ পদ্ধিতে চাষাবাদ করতে।
জাহাঙ্গীর আলম এ প্রক্রিয়ায় অনেক কৃষক সফলতা পাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। কৃষি অফিস জানায়, তার এ উদ্যোগকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বিনা মূলে সার, কীটনাশক এবং চারা দেওয়া হয়েছে।কমলা চাষ করে সফলতা অর্জন করে উপজেলায় মডেল কৃষক হয়েছেন জাহাঙ্গীর আলম। মোঃ আক্তার মিয়া বলেন,মোঃ জাহাঙ্গীর আলমের কমলা বাগান দেখতে এসেছি।বাগান টা খুব সুন্দর। আমার ও ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই রকম একটা কমলাবাগান করার। মোঃ আরিফুল ইসলাম হ বলেন, আমি কামরাব থেকে বাগান দেখতে এসেছি।কমলাতে প্রচুর পরিমানের ভিটামিন সি রয়েছে। জাহাঙ্গীর আলমের বাগান দেখে খুবই ভাল লাগছে।আমি ও একটা কমলা বাগান করব কারণ কমলা চাষ খুবই লাভজনক।