বেলাব উপজেলার প্রতিনিধি : শাহিনুর আক্তার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের হানিয়াবাইদ গ্ৰামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী শিউলি বেগমের নেই কোন থাকার ঘর।এমনকি পাচ্ছে না কোনো ভাবে সাহায্য।আমারা উনার সাথে কথা বলে জানতে পায় উনার তিন ছেলেও এক মেয়ে। মেয়েটার বিয়ে হয়েছে আর ছেলেরা তার তার মতো বিয়ে করে সংসার করছে।উনাকে দেখার মতো এখন কেউ নেই এমন কি কোন প্রশাসনের লোকও সাহায্য করেনি।
স্থানীয়রা ও জানান যে শিউলি বেগম খুবই অসহায়। উনার একটি ঘর খুবই দরকার। মোঃ রাজু মিয়া বলেন যে উনাকে এখন দেখার মতো কেউ নেই,উনাকে বিধবা কার্ড ও করে দেওয়া হয়নি।তাই তিনি প্রশাসনের কাছে বলতে চাই যেন উনার পাশে দাড়ায়।