1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
লকডাউন শিথিল পূর্বের চেনা রূপ ধারণ করেছে তাহিরপুর। - Songbadjogot.com
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

লকডাউন শিথিল পূর্বের চেনা রূপ ধারণ করেছে তাহিরপুর।

তাহিরপুর প্রতিনিধিঃ রোকন উদ্দীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার ভিউ

তাহিরপুর প্রতিনিধিঃ রোকন উদ্দীন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় হাট-বাজার, সড়কগুলো কঠোর লকডাউন শিথিল হওয়ায় পুর্বের চির চেনা রুপ ধারন করছে। কঠোর লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খোলা হয়েছে উপজেলার বাজারগুলোর দোকানপাট। সড়কগুলোতে চলছে গণপরিবহন। খোলা হয়েছে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস, লাইব্রেরি, শপিংমল। আর এসব কিছু মিলিয়ে চাঞ্চল্য হয়ে উঠেছে তাহিরপুর।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলার সদর বাজার বাদাঘাট বাজার, বড়ছড়া বাজার, নতুন বাজার,কলাগাও বাজার, আনোয়ারপুর বাজার, সুলেমানপুর বাজার, সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লকডাউন শিথিল হওয়ায় বাজারে কিছুটা ভিড় বাড়ছে তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ও কাচা মালের দোকান পাঠে বেশিরভাগ মানুষ ভিড় করছেন। সড়ক পথেও থেমে নেই জনসমাগম। সড়কে পূর্বের ন্যায় চলাচল করছে লেগুনা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন গণপরিবহন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সড়কপথে দিনভর মানুষের চলাচল ছিলো চোখে পড়ার মতো। গেল কয়েকদিনের দফায় দফায় বাড়ানো কঠোর লকডাউন বাস্তবায়নের পর তা শিথিল করায় জনসাধারণ ও ব্যাবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। সদর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসা মারুফ হাসান জানান সরকার মানুষকে নিরাপদ রাখার জন্য লকডাউন ঘোষনা করেন, আমরা সরকারের বিধি নিষেধ মেনে প্রয়োজনীয় কাজ ছাড়া এতদিন বাজারে আসিনি, সরকার জনগনের কথা চিন্তা করে বিধিনিষেধ শিথিল করেছেন তাই আমরা মাক্স পড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় কেনা কাটা করতে বাজারে এসেছি। আনোয়ারপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মনির হোসেন বলেন দীর্ঘদিন ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ব্যাবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার এখন বিধিনিষেধ সীথিল করেছে ব্যাবসায়ীরা আবার তারা পুনরায় ব্যাবসা পরিচালনা করে তাদের ক্ষতি পুশিয়ে নিবে এমনটাই প্রত্যাশা করি, আমি আশা করি সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করবে, বাজারে আসলে সবাই মাক্স ব্যাবহার করবে।

অটোরিকশা চালক জাকির হোসেন বলেন সরকারের বিধি নিষেধ মেনে আমরা এতদিন ঘরের বাহিরে রিকশা নিয়ে বেড় হইনাই আমাদের অনেক কষ্ট হইছে সংসার চালাইতে তারপরেও রিক্সা চালানো বন্ধ রেখেছি। সরকার এখন বিধিনিষেধ সিথিল করেছে তাই আমরা মুখে মাক্স পড়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি মানুষ এতদিন পায়ে হেটে চলাচল করছে, এখন আবার রিক্সা দিয়ে চলাচল করব আমরা দুইটা টাকা রোজকার করতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর