রাজবাড়ীজেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ীতে ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ ২জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানা যায়,পুলিশ সুপার রাজবাড়ী এম এম শাকিলুজ্জামান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে, ওসি ডিবি রাজবাড়ী প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অদ্য ১২/০৮/২০২১ইং রোজঃ বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন মোল্লা, এস আই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দর্প নারায়ণপুর সাকিনস্থ(ফেলুর দোকান) জনৈক নওশের আলী এর ফার্নিচার এর দোকানে সামনে কুটির হাটগামী পাকা রাস্তার উপর হতে আসামী ০১। মোঃ রাজীব(৩৮), পিতা-মৃত আঃ মান্নান, সাং-মুক্তিপাড়া, ২/ মোঃ ইলিয়াছ হোসেন (৩৩), পিতা-মোঃ আক্কা আলী, সাং-মিয়ার বেলগাছি, উভয় থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ১। ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল,যার ( মূল্য ৬০,০০০/), ২। ১( এক) টি পিক আপ গাড়ীসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।