তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন তাহিরপুর প্রতিনিধি।তিনদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা নামক স্হানের একশো মিটার সাবমারসিবল সড়ক ও আনোয়ারপুর ব্রিজের নীচের অংশটুকু পানির নিচে তলিয়ে গেছে। ফলে সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি কাজে জেলা সদরে যেতে লোকজনকে শক্তিয়ারখলা সাবমারসিবল অংশটুকু নৌকায় করে পার হতে দেখা গেছে। অপরদিকে সড়কের দুই পাশে ছোট বড় অনেক যানবাহন আটকা পড়ে রয়েছে।
আনুয়ারপুর গ্রামের মনির হুসেন বলেন, গত তিনদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে আনুয়ারপুর ব্রীজের পাশের অংশ ও শক্তিয়ারখলা একশো মিটার সড়কটি ডুবে যাওয়ায় পথচারীরা এখন নৌকায় করে পারাপার হচ্ছেন, এতে করে সুনামগঞ্জে যাওয়া যাত্রীদের দুর্ভোগ পুহাতে হচ্ছে সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত ভারা। পর্যটকপ্রেমী সোহানুর রহমান সোহাগ বলেন প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই আনোয়ারপুর বাজারের ব্রিজ সংলগ্ন সড়ক এবং শক্তিয়ারখলা সড়কটি পানির নিচে তলিয়ে যায ফলে তাহিরপুর থেকে জেলা সদরের সাথে একমাত্র সড়ক যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়ে। এখানকার লোকজন সহ টাঙ্গুয়া হাওরে আসা পর্যটকরা বেকায়দায় পড়েন।তাই তার ফেইসবুকে পর্যটকদের উদ্দেশ্য লিখেছেন দেশের বিভিন্ন স্থান হতে যারা সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রীলেক,বারেকটিলা,শিমুলবাগান ঘুরতে আসবেন তারা যেন রাস্তার খবরাখবর নিয়ে ঘুরতে আসেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সাবমারসিবল সড়কটি ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি কমলেই সড়ক থেকে পানি নেমে যোগাযোগ আবার স্বাভাবিক হবে।