মহেশ খালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম আবুল কাশেম, মহেশ খালি উপজেলা প্রতিনিধি প্রতিদিন ঘটে যাই,বিভিন্ন ধরনের দূর্ঘটনা।অসাবধানতার কারণে চলে যাই অনেক মানুষের প্রাণ। কক্সবাজার জেলায় চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. শাহজাহান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৩ই আগস্ট (শুক্রবার) দুপুর ১২টার সময় বা জুমার আজানের সময় ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামে বাড়ির রান্নাঘরের বাতি লাগানোর সময় এ ঘটনা ঘটে। নিহত মো. শাহজাহান ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বরওয়ার্ড উলুবনিয়া গ্রামের মো. আলতাজে আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীন। তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির রান্নাঘরের বাতি লাগানোর সময় শাহজাহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।