তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : রোকন উদ্দীন সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৫ আগস্ট) তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনের শুরুতেই পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, পরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হুসেন খান, সাধারণ সম্পাদক অমল কর,উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুস সোবহান আখন্জি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, ছাত্রলীগ নেতা রাজন চন্দ,
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন,শ্রমীকলীগ যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা রাজন চন্দ ছাত্রলীগ নেতা ইমন প্রমুখ।
এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,সভাপতি ও ৭টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যথাযত মর্যাদায় এ দিবসটি পালন করেছেন।