শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১৫আগস্ট) এই দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৈশ্যিক মহামারী করোনার কারণে শোক র্যালি বাতিল করা হলেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
এছাড়া ভার্চুয়াল আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা রোপণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।প্রধান অতিথি ছাড়াও এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাবরিনা শারমিন, ভেটেরিনারী সারজন ডা: মো: রায়হান পিএএ, সমাজ সেবা অফিসার ওবাইদুল হক, মহিলা বিষয়ক অফিসার সুবির কুমার পাল, মহিপুর ডেইরী ফারম অফিসার সারে আল রেজা .লীগ নেতা মকবুল হোসেন, সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। শোক দিবসের ওইসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশ নেন