শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুর ২০-২১ অর্থবছরে মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের ঐচ্ছিক তহবিত হতে মসজিদ, মন্দির, কবরস্থানে চেক প্রদান। এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ঢেউটিন-অর্থ গ্রামীন রক্ষনাবেক্ষণ (টি.আর) কর্মসূচীর আওতায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরÑধুনট নির্বাচনীয় এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পিআইও অফিসার শামছুন্নাহার শিউলী, সুঘাট ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থানের সভাপতি ও সাধারণ সম্পাদক।