শেরপুর বগুড়া প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়া জেলার শেরপুর উপজেলায় টাউন কলোনী এজে উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়। আজ ২০ আগস্ট-২১ইং তারিখ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটের সময় আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধনী ঘোষণা করা হয়।
উক্ত মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধন করে শেরপুর ধনুট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য (এমপি)বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।এ সময় প্রধান অথিতি এমপি হাবিবর রহমান তার বক্তব্যে মহান এ উদ্যোগের জন্য,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীঃ সুধীন্দ্র নাথ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মানিক শেখের প্রশংসা করে বলেন,মুক্তিযুদ্ধ কর্ণারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উপর দেশের বিভিন্ন বর্ণাঢ্য ও খ্যাতনামা লেখক-লেখিকার বইয়ে যে ইতিহাস সংগ্রহ রয়েছে, এতে করে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বেগমান হবে এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ধারণ করতে পারবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব আম্বিয়া,সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার,উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ কামাল শেখ,শেরপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন প্রমূখ।