খাগড়াছড়ি প্রতিনিধিঃ ইব্রাহীম খলিল রামগড়ের পাতাছড়া ইউপির ১নং ওয়ার্ড থলিবাড়ীতে একটি কালবার্ড না থাকায় পাহাড়ি বাঙ্গালী সহ প্রায় ৭০ পরিবারের দুর্ভোগ পোহাতে হচ্ছে সরজমিনে গিয়ে জানাযায়, থলিবাড়ী বটতলায় বাবলুর বাড়ী থেকে ফজলুর মেম্বারের খামার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের রাস্তা। পাহাড়িরা কলা,কচু,হলুদ সহ আরো অনেক কিছু চাষ করে তারা জীবিকা নির্বাহ করে শীত মৌসুমে যদিও ফসন নিয়ে বাজারে যেতে পারে বর্ষা মৌসুমে ব্রিজ না থাকার কারনে কোন গাড়ি সেখানে যায় না ফলে কাঁদে করে ফসল নিয়ে দেড় কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হয়। কেউ অসুস্থ হলেও গাড়ি নিয়ে যাওয়া যায় না। এতে করে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম জানায়, শীত মৌসুমে যদিও এই রাস্তায় বাঁশের গাড়ী, গাছের গাড়ী, সিএনজি, মটর সাইকেল চলাচল করে। শীত মৌসুমে আমরা কোন রকম গাছ দিয়ে ব্রিজ তৈরি করে চলাচল করি কিন্তু বর্ষা মৌসুমে পনির স্রোতের কারনে উক্ত ব্রিজটি ভেঙ্গে যায় যার কারনে আমাদের চলাচলের অসুবিধা হয় আমরা এটার স্থায়ী সমাধান চাই। উক্ত বিষয়ে পাতাছড়া ইউপির ১নংওয়ার্ড মেম্বার অম্রিত লাল ত্রিপুরার কাছে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি আপনাদের মাধ্যমে জেনেছি। আমি সেখানে যাব দেখে এসে চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিব।