রাঙামাটি প্রতিনিধিঃ শাকিল মন্ডল রাঙামাটির কাউখালিতে পাথরবোঝায় ট্রাক নিয়ে পোয়াপাড়া বেইলি ব্রিজ ধসে পড়েছে, বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক। শুক্রবার আনুমানিক রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালি নবনির্মিত পলিটেকনিক ইনস্টিউটের জন্য পাথরবোঝায় ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙ্গে যায় এবং ট্রাকসহ ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়। এতে চালকসহ ট্রাকে থাকা অন্য তিনজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি -নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়ন সহ পাশবর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। কাউখালি থানার ওসি মো. শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝায় ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে গেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছে। বর্তমানে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মুছা জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।