তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দীন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভয়াল ২১ আগস্টে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক বিল্লাল আমীন, সদস্য সচিব মতিউর রহমান মতি, সাবেক ইউপি সদস্য বাচ্ছু মিয়া যুবলীগ নেতা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।