ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : নজরুল ইসলাম ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ীর ৫শ ৫৫জন কর্মজীবি কর্মহীন অসহায় মানুষের মাঝে জন প্রতি ৪ শ ৫০ টাকা করে জি আর কর্মসুচির অর্থ বিতরন করা হয়েছে। রবিবার (২২ আগষ্ট ) সকালে ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এই অর্থ তুলে দেন।
অর্থ বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,এস,এম আকরাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মো :নজরুল ইসলাম প্রমুখ । পরে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ,ভালুকা পৌরসভার সরকারী কলেজ এলাকায় নিটল টাটা মটর মেলার শুভ উদ্ধোবন করেন উদ্বোধনী অনুষ্ঠানে নিটল মটর কর্মকর্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।