বগুড়া প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ায় র্যাব ১২ অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা থেকে ৩৩৬ বোতল দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ আগষ্ট) সকাল পৌনে ১১টার দিকে শাজাহানপুরের বীরগ্রাম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকার মৃত আব্দুল ওয়াহিদ খাঁনের ছেলে তাজু খাঁন (৩২) এবং রসুলপুর এলাকার মৃত কুদ্দুসের ছেলে আসলাম (৪৯)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শাজাহানপুরের বীরগ্রাম বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭০৮৬), ০২টি মোবাইল, ০৩ টি সীমকার্ড এবং নগদ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।