রাজবাড়ী জেলা প্রতিনিধি : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় অভিযান চালিয়ে হেরোইন সম্রাজী রোজী বেগমকে (৪৯) গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রবিবার সকালের দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টাস্কফোর্স টিম দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে তাকে গ্রেফতার করে। রোজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে ৮ টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযানে মালেকা বেগম (৬০) নামের এক মাদক সেবিকেও গ্রেফতার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
টাস্কফোর্স সূত্র জানায়, গত ১৮ আগষ্ট রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামে রোজীর নিজস্ব বাড়ীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ১১৪ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় রোজির ছেলে সুমন শেখকে (৩৪) গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রবিবার রোজীকে গ্রেফতার দেখানো হয়। রোজী দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লী,পল্লী সংলগ্ন পোড়াভিটা ও তার বাড়ির এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল।
টাস্কফোর্স টিমের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন মিয়া প্রমূখ।