রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল নানিয়ারচরে মালবিহীন ট্রাকের সংঘর্ষে ব্যাপক ক্ষতি একটি নোয়াহ। নানিয়ারচর উপজেলায় (রাঙামাটি-খাগড়াছড়ি) সড়কে নানিয়ারচরের ভুইয়াদম এলাকায় ২৩ আগস্ট রোজ সোমবার সকালে মালবিহীন ট্রাক ও নোয়াহ এর সংঘর্ষ ঘটে।
এশিয়ান টিভি রাঙামাটি জেলা প্রতিনিধি এবং (সিএইসটি টাইমস২৪ ডট কম) প্রত্রিকার সম্পাদক সাংবাদিক আলমগীর মানিক তার পরিবার পরিজন নিয়ে নিজস্ব নোয়াহ (চট্টমেট্টো চ ১১ ৩৪৬৫) গাড়ি বহরে করে সকালে সিন্দুকছড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এর ভূইয়াদম এলাকায় নানিয়ারচর হতে রাঙামাটি জেলায় গমন করা মালবিহীন (চট্টমেট্টো ট ১১- ৭১৪৯) একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় হতাহত না হলেও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় নোয়াহ।
এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালক কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের রোস্তম আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (২৫) সহ তার সহযোগী কে আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ।