বগুড়া জেলা প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়ার নন্দীগ্রামে মাটির পাতিলের ভেতরে অভিনব কৌশলে গাঁজা রেখে বিক্রি করার সময় রেজাউল মাঝিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ আগষ্ট) দুপুরে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের কছিমুদ্দিন মাঝির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে উপজেলার বৃকুঞ্চি গ্রামে মাদক কারবারি রেজাউল মাঝির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় অভিনব কৌশলে ঘরের মধ্যে মাটির পাতিলে ও কাটুনের ভিতরে রাখা ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় গাঁজা বিক্রি করতেন বলে জানা গেছে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।