বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আলেফা আক্তার (২৫) নামের এক গৃহবধূ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) আদমদীঘি থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর এলাকার চা বাগান মহল্লার অটোরিকশা চালক জনি হোসেনের সাথে একই মহল্লার আলেফা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়।
সংসারে অভাব অনটন থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন ধরে বিভিন্ন সময় কলহ দেখা দেয়। স্বামীর উপর অভিমান করে মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সংসারে অভাব অনটনের কারনে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে ওই গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।