শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়া জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিবিএম এর নিদের্শনায় বগুড়ার শেরপুরে মাদক বিরোধী অভিযানে ২৬ টি বিদেশী বেয়ারক্যানসহ শ্রী অনুপ দাস তুলিপ (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানার পুলিশ। গ্রেফতারকৃত শ্রী অনুপম দাস তুলিপ শেরপুর শহরের দক্ষিণ সাহাপাড়ার মৃত ভোলানাথ দাসের ছেলে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত্রিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এস.আই (নিঃ) মো. সাচ্চু বিশ্বাস, সঙ্গীয় এএসআই (নিঃ) নয়ন কুমার দাস, এএসআই (নিঃ) মো. আমিনুরকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের দক্ষিন সাহাপাড়া এলাকা থেকে শ্রী অনুপম দাস তুলিপ (৪৬) কে গ্রেফতার করেছে।
এ সময় তার বাড়ী থেকে ২৬ টি কালো রংয়ের বিদেশী বিয়ার ক্যান BELGIAN BEER black devil alc-16% vol, Made in BELGIAM উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।