বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ায় ০৪ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে, র্যাব-১২ বগুড়া ২৪শে আগস্ট-২১ইং মঙ্গলবার ভোর ০৫ টায় সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে,বগুড়া জেলার গাবতলী থানার হাসনা পাড়ার মৃত আনিছার রহমানের ছেলে মোঃ নাহিদ রাসেল (৩৮),মোঃ আঃ গফুরের ছেলে মোঃ সোহান মোল্লা (১৯),মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ মিঠু মিয়া (৪০),জয়ভোগা উত্তর পাড়ার মোঃ ফজলুল রহমানের ছেলে মোঃ সজিব (২৪)।
জানা গেছে,বগুড়া জেলার গাবতলী থানার মোঃ আব্দুল লতিফ নামের এক ব্যক্তি গাবতলী ডাক বাংলো হতে ভূমি অফিস গাবতলীর উদ্দেশ্যে গত ২৩ আগস্ট সোমবার ১০ টায় সময় বাহির হইয়া যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর মোবাইল ফোনে তার স্বামীর মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ফলশ্রুতিতে ভিকটিমের স্ত্রী নিজের স্বামীকে উদ্ধারের জন্য গাবতলী থানায় ও র্যাব-১২,সিপিএসসি,বগুড়া ক্যাম্পে তার স্বামী অপহরণের অভিযোগ করে। র্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের গোয়েন্দা কার্য্যক্রম শুরু করে। মঙ্গলবার ২৪ আগস্ট-২১ইং ভোর ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২,সিপিএসসি,বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোড়গাছা এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত অপহরণকারীকে গ্রেফতার করে এবং তাদের জিম্মায় থাকা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে,অপহরণকারী চক্র ভিকটিমকে জোরপূর্বক গাবতলী থেকে বগুড়ার সারিয়াকান্দিতে নিয়ে এসে একটি বাসায় আটকিয়ে রাখে। থানা সূত্রে জানা যায় যে,অপহরণকারীদের গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গাবতলী থানায় (গাবতলী থানার মামলা নং-১৭ তারিখ ২৪/০৮/২১ ইং ধারা-৩২৩/৩৬৫/৩৮৫/ ৩৮৭/৩৪ পেনাল কোড আইনে) মামলা করা হয়েছে মর্মে নিশ্চিত করেন।