চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন বন্দরনগরী চট্টগ্রামে ভোর রাত থেকে একাধারে প্রবল বর্ষণ,পানি বন্দি হয়ে পরেছে একাধিক নিচু এলাকা। ২৫ ইং আগষ্ট বুধবার রাতভর প্রবল বর্ষণে বিপর্যস্ত চকবাজার,পাঁচলাইশ,বহাদ্দার ও শুলকবহর এলাকার জনজীবন।পানি বন্দি পশ্চিম বাকলিয়া ১৭ নং রসুলবাগ আবাসিক,রাহাত্তারপুল সড়ক,ফুলতলা,ওয়াপদা সড়ক ও রাজাখালী এলাকার বাসিন্দারা।শুষ্ক মৌসুমে যতাযত খাল নালার সংস্কারের উদ্যোগ না নেয়ার কারনে সামান্য বৃষ্টি,বর্ষা মৌসুমে জলজটের সৃষ্টি হয়ে পানি বন্দি হয়ে পরছে চট্টগ্রামের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা।
ক্ষুব্দ জনসাধারণ জানান সরকার আসে যায় আশ্বাসের বাণী শোনায় কিন্তু যথাযথ কোন পদক্ষেপ নেই না যার কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ পরতে হয় স্থানীয় জনসাধারণকে।স্থানীয় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি,সিটি কর্পোরেশন ও যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে।