(খাগড়াছড়ি ) প্রতিনিধিঃ ইব্রাহীম খলিল পাতাছড়া খাগড়াছড়ি জেলার রামগড়ের অন্যতম একটি ইউনিয়ন তৎকালীন ১৯৮৭ সালে গড়ে উঠে পার্বত্য অঞ্চল এর বিভিন্ন জায়গায় গনমানুষের বসবাস যার নামকরণ করা হয় গুচ্ছ গ্রাম বা শিবির নামে পরিচিত এর মধ্য অন্যতম পাতাছড়া গুচ্ছ গ্রাম। পাতাছড়া গুচ্ছ গ্রামে প্রায় ৭০-৮০ পরিবারের বসবাস এর এক অংশের মানুষের অথ্যাৎ ৩০-৪০ পরিবার বর্ষা মৌসুমে নানা সমস্যার সাথে বসবাস করতে হয়। পাতাছড়া হেলিপেট থেকে শুরু করে চার দিকের পানির চাপে ঘর বন্ধী থাকতে হয় তাদের। প্রবল বৃষ্টির কারনে পানি চাপ ও স্রোত বেশি থাকে পানির প্রবল স্রোতের কারনে অনেকের হাঁস,মুরগি সহ ব্যবহার্য অনেক জিনিস পানিতে ভেসে যায় এতে তারা ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগী বাসিন্দারা জানায়, আমাদের বর্ষা মৌসুমে চরম কষ্টের সাথে দিন কাটাতে হয়। বেশি বৃষ্টির হলে আমাদের ঘরে পানি ডুকে। আমরা রান্না করতে পারি না। আমাদের চলাকালে কষ্ট হয়। এখানে যদি ড্রেনেজ ব্যবস্থা করা হয় তাহলে আমরা এই কষ্ট থেকে চির মুক্ত হব। উক্ত বিষয়ে ২নং ওয়ার্ড মেম্বার মহিউদ্দীন এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে সংযোগ পাওয়া যায়নি।