চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা র হাইলধর ইউনিয়নের, হেটিখাইন গ্রামের এক গৃহবধুকে কানের নিচের ও হাতের রগ কেটে দিয়েছে তার কুলাঙ্গার স্বামী।ঘটনার বিবরণে স্হানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে,শান্তা র স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক ব্যাবসায় লিপ্ত রয়েছ বলে অভিযোগ পাওয়া যায়।এই নির্মম ঘটনার সাথে জড়িত ঘাতক মাদকাসক্ত অবস্থায় ঘরে প্রবেশ করে নেশার টাকার চেয়ে টাকা না পেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শান্তার উপর অতর্কিত হামলা করে।এর আগে যৌতুক এর টাকার জন্য এই রকম নারকীয় নির্যাতন করে হত্যার চেষ্টা করে।
ঘটনার পর পর স্হানীয় পাড়া, প্রতিবেশীরা আহত শান্তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নির্যাতীতা শান্তা এখন চটগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘাতক স্বামী পলাতক মামলার প্রস্তুতি চলছে।স্হানীয় এলাকাবাসী এই ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে, মানবাধিকার ও সামাজিক সংগঠন, মিডিয়া ও সমাজের সকল মানুষের প্রতি এই অসহায় মহিলার পাশে থাকার আহ্বান জানানন।বর্তমানে আশংকাজনক অবস্থায় শান্তা নামের গৃহবধু চট্টগ্রাম মেডিকেল এর চতুর্থ তলায় ২০ নাম্বার ওয়ার্ডে আছেন।