বগুড়া জেলা প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ আট মাদক মামলার আসামি সাইফুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম পৌরসভার দামগ্রাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। আজ রবিবার (২৯ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামগাড়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারি সাইফুল ইসলামের নামে এরআগে থানায় আটটি মামলা রয়েছে। এগুলো মামলা আদালতে বিচারাধীন আছে।