বাংলাদেশ ছাত্রলীগ ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রসংসদের এজিএস আবদুল্লাহ আল নোমান সাইফের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ / ছাত্রসংসদ নোমান অনুসারী নেতৃবৃন্দ। তার কলেজ অনুসারী কর্মীরা জানান ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে ।
মুক্তিযোদ্ধার নূর নবী চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।গত বৃহস্পতিবার ২৬ আগস্ট ২১ খ্রি। বিকালে ২০-২৫ জন দুর্বৃত্তের একটি দল এই হামলা চালিয়েছে বলে জানান নূর নবী চৌধুরীর ছেলে সাবেক ছাত্রনেতা আশিক উন-নবী চৌধুরী।
উক্ত ঘটনা ঘটে যাওয়ার পর আবদুল্লাহ আল নোমান সাইফ যখন থানায় ডায়র করতে যায় সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে। কারণ বহিষ্কৃত এক সহ-সভাপতির সন্ত্রাসী একদল আগে থেকে ৬ জনের নামে মিথ্যা মামলা করে। মামলায় প্রথম আসামি করে
রাকিবুল হাসান রাকিব, সাইদুল ইসলাম পারেল,আবদুল্লাহ আল নোমান সাঈফ, মাসুদ,নুরুল আবসার তানভীর,ইয়াসির আবরার।কিন্তু কোনো অপরাধ না করার পরও শত্রুতাবশত মিথ্যা মামলা করেন।আইনি লড়াইয়ের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাবেন বলে তার অনুসারীরা মনে করেন।