বেলাব উপজেলার প্রতিনিধি : শাহিনুর আক্তার নরসিংদীর বেলাব উপজেলার পাহাড় উজিলাব বাজারের দুই বছর মেয়াদি(2021-2023) বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৩৬ জন কে সদস্য করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হযেছে। বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিক্রমে হাজ্বী সিরাজুল ইসলামকে সভাপতি এবং বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ- সভাপতি: মো: নান্নু মিয়া
সহ- সভাপতি: আ:বারিক মিয়া
যুগ্ম সাধারণ সম্পাদক: মো:কয়েস মিয়া
যুগ্ম-সাধারণ সম্পাদক:মো: ইসলাম ঊদ্দিন
অর্থ সম্পাদক: আশরাফুল ইসলাম আসাদ
সহ অর্থ সম্পাদক:মো:সবুজ মিয়া
সাংগঠনিক সম্পাদক: মো:আক্তার হোসেন।
সহ সাংগঠনিক সম্পাদক: মো: হোসেন আলি
প্রচার সম্পাদক: মো:আসিফ মিয়া
সহ প্রচার সম্পাদক: মিজানুর রহমান
ধর্ম বিষয়ক সম্পাদক: মো: ইসলাম উদ্দিন
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: মো: আবু হানিফ
দপ্তর সম্পাদক: মো: ইউনুছ মিয়া
সহ দপ্তর সম্পাদক: জামাল উদ্দিন
আইন বিষয়ক সম্পাদক: আজিজুর রহমান
সহ আইন বিষয়ক সম্পাদক:মোবারক হোসেন
আইটি বিষয়ক সম্পাদক: রেজাউল আলম বিপ্লব
সাংস্কৃতিক সম্পাদক: মো: আলকাছ মিয়া
সহ সাংস্কৃতিক সম্পাদক মন্জিল মিয়া
ক্রীড়া সম্পাদক:মো:জুয়েল মিয়া
চিকিৎসা বিষয়ক সম্পাদক: মো:হোসেন মিয়া
কার্যনির্বাহী সদস্য
মো:সুমন মিয়া
মো:তমিজ উদ্দিন
মো:নান্নু মোল্লা
মো: বকুল মিয়া
মো:হাবিবুর রহমান সরকার
মো:উজ্জ্বল প্রধান।
৩০ আগষ্ট সোমবার পাহাড় উজিলাব বাজারের শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি সুপার মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।মোশারফ হোসেন নীলুর পরিচালনায় এবং হাজ্বী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আঃ খালেক মাষ্টার বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা আলাউদ্দিন প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বাজারের ব্যবসায়ীগন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজার উন্নয়নে কাজ করে যা বার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।