বগুড়া প্রতিনিধিঃ মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়ন থেকে বিশ্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী রাশেদুল ইলসাম বুলবুল (৩২) ও নয়ন সিং (৩৩) কে ৯০ গ্রাম গাঁজাসহ গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাত্রিতে আম্বইল এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করে। রাশেদুল ইসলাম বুলবুল বিশ্বা উত্তরপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে ও নয়ন সিং নিরেঞ্জন সিং এর ছেলে।
মামলাসুত্রে ও পুলিশ জানান, রাশেদুল ইসলাম বুলবুল একজন মাদক ব্যবসায়ী। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করত। বিশেষ করে চাতালের লোবার ও মিল ফ্যাক্টরীর লেবারদের কাছে নিয়মিত গাঁজা বিক্রয় করত। স্কুলের নৈশ প্রহরী হওয়াতে রাত্রিতে গাঁজা বিক্রয় করতে তার সুবিধা হত। এবং তার সহযোগী হিসেবে নয়ন সিং কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে আম্বইল এলাকায় গাঁজা বিক্রয়ের সময় তাদের দুজনকে ৯০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, নৈশ প্রহরীর রাশেদুলের বাবা গোলাম রব্বানী ভবানীপুর ইউনিয়নের আ’লীগের সভাপতি ও সর্বহারা মামলার আসামি হওয়াতে তার ছেলেকে কেউ কিছু বলতে পারত না।
এ বিষয়ে শেরপুর থানার এ এস আই মহিদুল ইসলাম জানান, রাশেদুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুর আদালতে প্রেরণ করা হয়েছে