বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার ধুনট উপজেলায় বড় বোনের ওপর অভিমানে রাইসা আকতার নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাইসা উপজেলার পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের ছাবেদ আলীর মেয়ে। সে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে একই দিন বিকেলে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার মুঠোফোনে ভিডিও ধারণ করা নিয়ে তার বড়বোনের সঙ্গে তার ঝাগড়া হয়। এতে অভিমানে একই দিন সন্ধ্যায় তার নিজ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় রাইসা। অনেক ডাকাডাকি করেও ওই সময় রাইসার সাড়া পাচ্ছিলেন না পরিবারের অন্য সদস্যরা। এতে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের তীরের সঙ্গে রাইসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। ওই অবস্থায় রাইসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক তার বান্ধবী জানান, রাইসা আকতার টিকটকে ভিডিও ছাড়ত, হয়ত সেই ভিডিওই তার কাল হয়ে দাড়িয়েছে। জানতে চাইলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।