চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন সম্প্রতি ওমরগণি এমইএস কলেজের সাবেক ছাত্রনেতা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পূর্বধলা ইউনিয়নের সমাজসেবক নাসির উদ্দিন নোবেল হত্যা গ্রেফতারকৃত আসামি এনামুল হক ওরফে এনাম ডাকাতকে চট্রগ্রামের একটি হাসপাতালে অরক্ষিত অবস্থায় চিকিৎসাধীন দেখা গেছে।সেই সাথে তাকে অরক্ষিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানান বাদীর পরিবার। হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তারকৃত একজন আসামি বিনা হ্যান্ডকাপে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই দৃশ্য কারা কর্তৃপক্ষের দায়িত্বহীনতারই বহি:প্রকাশ বলে মনে করছেন নিহতের পরিবার।সেই সাথে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা দিয়া ৪৪ নং ওয়ার্ডের নুরুল আমিন এর পুত্র এনামুল হক ওরফে এনাম ডাকাতকে সম্প্রতি ওমর গণি এম এইচ কলেজের সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন নোবেল হত্যার দায়ে আটক করা হয়। উক্ত হত্যা মামলায় সে এজাহার ভুক্ত ৪ নং আসামী। এনামকে আটকের সময় স্থানীয় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে, গ্রেফতারের পর সে শারিরিকভাবে অসুস্থ হয়ে পরলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পর থেকে আসামি এনাম বিনা হ্যান্ডকাপে অরক্ষিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য গত ১৭ ই আগস্ট চকরিয়া উপজেলা পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড টেক এলাকায় চকরিয়া নিবাসী ওমরগণি এম এইস কলেজের সাবেক ছাত্রনেতা নাসির হোসেনকে দুস্কৃতিকারীরা গুলি করে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডে মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন।আসামি এনামকে চমেক হাসপাতালে ৫ তলায় ২৬ নং ওয়ার্ড ৫৪ নং বেডে রাখা হয়েছে।