বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চৌমুহনী বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিয়ে ১হাজার পিচ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাও উপজেলার ধর্মের ছড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ওসমান গনি ওরফে মাসুদ (৪২) একই জেলা ও উপজেলার পশ্চিম ভাদীতলা গ্রামের এজার মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক (২১), নাটোর জেলার সিংড়া উপজেলার কচুয়া গ্রামের দুলাল প্রাং এর ছেলে মোঃ মিন্টু প্রাং (৩০)
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাচ্চু বিশ্বাস জানতে পারে ৪জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়রে জন্য বিশালপুর ইউনিয়নের চৌমুহানী বাজার সংলগ্ন ছোনকা গামী রাস্তার ব্রীজের উপর অবস্থান করে। পরে সঙ্গীয় এসআই রামজীবন ভৌমিক, আমজাদ হোসেন, সেলিম রেজা, আবু রায়হান, রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাল পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তাদের নিকটে থাকা ১ হাজার পিস ইয়াবার তিনটি প্যাকেটসহ ৩জনকে গ্রেফতার করে। এবং একজন পালিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান চলছে। তদের মাদক সহ গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আতালতে প্রেরণ করা হয়েছে।