চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দূর্নীতি বিরোধীসচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩ রা সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় সি আর বি র সবুজ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বক্তারা মানব বন্ধনে অংশগ্রহণ একাত্বতা ঘোষণা করে বলেন যেকোনো মূল্যে চট্টগ্রামে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে স্থাপনা নির্মাণ প্রতিহত করবে চট্টগ্রামবাসী।
চট্টগ্রামের ফুসফুস খ্যাত প্রাকৃতিক সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক সিআরবি প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে,শত বর্ষী বৃক্ষ নিধন করে বেসরকারী হাসপাতাল নির্মাণের প্রশ্নই উঠেনা।যেকোন কিছুর বিনিময়ে এই চক্রান্ত প্রতিহত করা হবে। চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ সভা মানববন্ধনের মাধ্যমে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করে আসছে দীর্ঘদিন। এরই ধারাবাহিকতায় উক্ত স্থাপনা নির্মাণের প্রতিবাদে দুর্নীতি, মাদক ,সন্ত্রাস, অবিচারের বিরুদ্ধে সোচ্চার সামাজিক ,মানবিক সংগঠন যুগপৎভাবে আন্দোলন করে আসছে। দূর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে এবং মহাসচিব সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরবি রক্ষা আন্দোলনে প্রতিবাদ কর্মসূচি পালনের গঠিত সংগঠন “চট্টগ্রাম নাগরিক সমাজ” এর সদস্য সচিব চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা (আসক) পরিষদ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবুদ্দিন, দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইসমাইল ইমন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।