বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়া শেরপুরের উপজেলা প্রাঙ্গনে নিয়মিত ভাম্রমান পদ্ধতিতে দেওয়া হয় টিসিবির পন্য।বাজারের থেকে টিসিবির পন্যের মুল্য কিছুটা কম হওয়ার কারনে নিয়মিত বৃদ্ধি পাচ্ছে উপকার ভোগী ক্রেতার সংখ্যা।ক্রেতারা অভিযোগ করেছেন।দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে দাড়িয়ে থেকেও মিলেছে না পন্য।পন্য না নিয়েই ফিরতে হয় বাড়িতে।প্যাকেজ আকারে পন্য বিক্রি হলেও।আগের চেয়ে কম পন্যর প্যাকেজ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আগের চেয়ে বরাদ্দ বাড়ানো উচিত বলে জানিয়েছেন পন্য না পাওয়া ক্রেতারা।তারা আরো জানিয়েছেন দুর থেকে গাড়ি ভাড়া করে এসে অপেক্ষা করে পন্য নেওয়া জন্য। বরাদ্দের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি হওয়ার কারনে লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘ সময় পার করার পরেও অনেকে পায় না পন্য। তবুও হাল ছাড়তে চান না ক্রেতারা।একদিন পন্য না পেলে পরের দিন আবার লাইনে দাড়িয়ে যান ঐ ক্রেতা।প্রতিযোগিতা করেও হলে পন্য তাকে পেতেই হবে।
এমনটায় বলেছেন এক ক্রেতা।তিনি আরো বলেছেন বাজার মূল্যর চেয়ে টিসিবির পন্যের মূল্য একটু কম হওয়ার কারনে।ক্রেতাদের চাহিদা বাড়ছে পন্যের উপর।বিধায় খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কাজে জোরদাবী জানায়,যাতে পূর্বের চেয়ে বরাদ্দের পরিমান বৃদ্ধি করা হয়।