প্রতিনিধি সুনামগঞ্জ : রোকন তাহিরপুর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধ ভাবে আমদানিকৃত ভারতীয় কয়লা আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল ০৫সেপ্টেম্বর গভীর রাতে সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ১হাজার ৫শত কেজি ভারতীয় কয়লা আটক করে বিজিবি জোয়ানরা। আটককৃত কয়লার আনুমানিক সিজার মূল্য ১৯হাজার ৫শত টাকা। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি জানান আটককৃত ভারতীয় কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।