রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল বরকল উপজেলায় ভূষনছড়া ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। রবিবার সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে। ভূষনছড়া ইউনিয়নের মধ্যে ভূষনছড়া বাসিন্দা মোঃ রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ছেলেটি বিকালে তার আম্মুর সাথে ঘাটে যায় পরবর্তীতে ছেলেটির মা ঘাট থেকে উঠে আসলে ছেলেটি ঘাটেই পানিতে থাকে, কিছুপর পর ছেলেটিকে তার মা না দেখতে পেরে খোঁজখবর করে কিন্তু পাই না পরে দুই থেকে আড়াই ঘন্টা পর সেই পানিতে ভেসে উঠে শিশুটি। পরবর্তীতে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।