ঢাকা প্রতিনিধি : সুমন মোহাম্মদ শরীয়তপুরের সদর উপজেলা আওতাধীন চিতলিয়া ইউনিয়নের কাশিপুর দক্ষিন কান্দি করিম হাওলাদারের মেয়েকে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় সূত্রে জানা যায় চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদারের এর স্ত্রী, মেয়ে ও ছেলে মিলে গতো ৭ ই সেপ্টেম্বর ২০২১ তারিখে অভিযুক্তর বাসায় হামলা করে, তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় এতে গুরুতর আহত হয় করিম হাওলাদারের মেয়ে। ঘটনা চলাকালে স্থানীয় লোকজন জানতে পেরে তাকে গুরুতর আহত অবস্থা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে আরো জানা যায় চিতলিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা চালায় তারা, করিম হাওলাদার ও তার পরিবার সালাম হাওলাদারের প্রতিপক্ষ মাস্টার হারুন হাওলাদারকে সমর্থন করায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে, বিষয়টি নিয়ে চেয়ারম্যান সালাম হাওলাদার কোন কথা বলেনি, এবং থানায় অভিযোগ দিলে তারা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।