বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুরে ৩৩৩ এ কল পেয়ে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে খাদ্য সামগ্রীগুলো তুলে দেয়া হয়। উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী বলেন, ২০২১-২০২২ অর্থবছরে কোভিড-১৯ এর চলমান সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়েরর মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৩৩ ফোন নম্বরে অনুরোধকারীদের ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
তাঁর এ মহৎ উদ্যোগ বাস্তবায়নের নিরিখে ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা চেয়েছেন এমন ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ত্রাণ সহায়তা দেওয়ার এটি একটি মহৎ উদ্যোগ। এ পর্যন্ত শেরপুর উপজেলায় ১৪০ জন হত দরিদ্র অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। যারা ৩৩৩ এ কল দিয়ে খাদ্য সহায়তা চাচ্ছেন তাদের উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে এনে ইউএনও মহোদয় নিজের হাতে বিতরণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রাশেদুল হক, জাহাঙ্গীর ইসলাম, আরিফুজ্জামন হীরা, শেরপুর থানার এএসআই মো. খায়রুল ইসলাম প্রমূখ।