তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রোকন উদ্দিন, সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন স্পট শহীদ সিরাজ লেকে (নিলাদ্রী লেকে) পানিতে ডুবে রাকিব আহমদ পায়েল নামে (২১) এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এম আই টি) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন সে ঢাকার মিপুরের ফরহাদ হোসেনের ছেলে।
রাকিবের এক বন্ধু জানায়, বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা সদরঘাট থেকে পর্যটকবাহী একটি নৌকায় করে রাকিব সহ ১০ জন বন্ধু টাঙ্গুয়া হাওর ঘুরে বিকাল সাড়ে ৪ টার দিকে শহীদ সিরাজ লেকে সাতার কাটতে নামে। কিছুক্ষন পর লেক থেকে ৯ বন্ধু সাতার কেটে পাড়ে উঠলেও রাকিব নিখোঁজ হয়। পরে বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় জাল দিয়ে প্রায় আধা ঘন্টা পর তাকে পানির নীচ থেকে উদ্ধার করে। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যটক রাকিব হাসানকে হাসপতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শহীদ সিরাজ লেকে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিহতর মরদেহ সহ তার বন্ধুরা রয়েছে। সেখানে পুলিশ রয়েছে।