প্রতিনিধি তাহিরপুর সুনামগন্জ : রোকন উদ্দিন মহামারী করোনায় দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার ঘোষণায় সারাদেশে চলছে স্কুল খোলার প্রস্তুতি। তারি দারাবাহিকতায় তাহিরপুর উপজেলার সব কটি স্কুল ধোয়া মোছার কাজ শেষ করা হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, সব প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের মাঠ থেকে শুরু করে ব্র্রেঞ্চ, চেয়ার-টেবিল ঝকঝকে পরিস্কার করা হয়েছে। তবে, দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ্বাস জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা সবাই আছেন স্কুল খোলার অপেক্ষায়।
বাঘ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুকসুদুল হাসান বলেন, আমার চাকরি জীবনে এ রকম বন্ধ আগে কখনো পাইনি।যদিও আমাদের প্রতিনিয়ত অফিসিয়াল কার্যক্রম চালাতে হয়েছে কিন্তু স্কুল বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শ্রেণী কার্যক্রম সম্ভব হয়নি । বিদ্যালয় ছিল নিস্প্রান ও জনমানব শুন্য ১২ই সেপ্টেম্বর ২০২১ বিদ্যালয় খুলায় আবার বিদ্যালয় হবে কোলাহল পূর্ন যেন নিস্প্রানে প্রান চলে আসবে। এ কথা ভেবে প্রধান শিক্ষক আনন্দে আপ্লুত । তাই স্কুল খোলার ঘোষণায় স্কুলের শিক্ষার পরিবেশ ফেরাতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আনন্দে উচ্ছ্বসিত, দির্ঘদিন পর বিদ্যালয় খুলছে, আমরা অনেক খুশি। আবারো প্রিয় বিদ্যালয় মুখরিত হয়ে উঠবে। আমরা সশরীরে বিদ্যালয়ে গিয়ে পড়তে পারব।
অত্র প্রতিষ্ঠানের ছাত্র অভিভাবক জিয়াউর রহমান জিয়া বলেন, স্কুল বন্ধ থাকায় সন্তানদের নিয়ে চিন্তিত ছিলাম। লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। এ থেকে উত্তরণে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলেন তিনি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব বিপ্লব সরকার বলেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পুরো প্রস্তুতি শেষ করে রেখেছি । স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার পরিবেশ ফেরাতে সব সময় আমাদের নজরদারী থাকবে।