রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রায় দেড় বছর বন্ধের পর অবশেষে খুলে দেওয়া হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আর মাত্র ২ দিন পর আগের মতো সব শিক্ষা প্রতিষ্ঠানে বেজে ওঠবে কাঙিখত সেই ঘন্টা। সেই ঘন্টাকে স্বাগত জানাতে রাঙামাটি জেলাধীন বরকল উপজেলার স্কুল-কলেজ গুলোতে চলছে খোলার প্রস্তুতি। চলছে ধোয়া-মোছার কাজ। সব প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে বেশি জোর দেওয়া হচ্ছে। সে সঙ্গে প্রতিষ্ঠানের মাঠ থেকে শুরু করে ব্রেঞ্চ, চেয়ার-টেবিল ঝকঝকে করা হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ্বাস জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সবাই স্কুল খোলার অপেক্ষায় রয়েছে। বর্তমানে বরকল উপজেলায় প্রতিটি স্কুল কলেজে চলছে পরিষ্কার পরিছন্নতার কাজ। দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে প্রাণহীন হয়ে পড়েছিল প্রতিষ্ঠান গুলো। অবশেষে আবার শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হতে যাচ্ছে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বরকল উপজেলা বিভিন্ন কলেজ, হাইস্কুল, প্রারাইমারি স্কুল, মাদ্রাসার মধ্যে বরকল রাকিব রাবেয়া কলেজ, ভূষনছড়া আইডিয়াল কলেজ, ভূষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফারুক-ই আযম (রাঃ) দাখিল মাদ্রাসা, কলাবুনিয়া উচ্চ বিদ্যালয়, ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সরকারের নির্দেশনা মেনে নতুন সাজে সজ্জিত করা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। বিশেষ করে, সামাজিক দুরত্ব রক্ষা, হাত ধোঁয়ার ব্যবস্থা, মাস্ক পরিধানসহ কোভিট-১৯ সংক্রমন রোধে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করার ব্যবস্থা করা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে।
ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকেরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন শুধুই অপেক্ষা প্রাণহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও শিক্ষার্থীদের পদচারনায় আবারও প্রাণ ফিরে পাওয়া।
বরকল উপজেলা শিক্ষা অফিসার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয় পরিস্কার পরিছন্নতা কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস পরিচালনা করার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।