রাঙ্গমাটি প্রতিনিধিঃ শাকিল মন্ডল রাঙ্গামাটির বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকক মোঃ আইনুল ইসলাম (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত মাসের ১৭ তারিখ তিনি করোনায় আক্রান্ত হন। ফুসফুসের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে রাঙ্গামাটি আইসোলেশন সেন্টারে ভর্তির তিনদিন পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০ আগস্ট থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম আইনুল ইসলাম রাঙ্গামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের বাসিন্দা।
তার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষকলীগের জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।