রাজবাড়ী জেলা সংবাদদাতা : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ১৭২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।জানা যায়, ১১/০৯/২০২১ইং রোজ শনিবার ৩.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে,এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার সদর থানাধীন সজ্জনকান্দা বিসিক রোড সংলগ্ন জনৈক মোঃ মোজাফর রহমান (৬৫), পিতা-মৃত আঃ রহমান এর বসত বাড়ীর পূর্ব পাশে মোঃ শহিদুল ইসলাম এর ফাঁকা জায়গার ভিতর হতে আসামী ০১।মোঃ রাকিবুল খান (২৬), পিতা-মোঃ ফজলুল খান বাবু, ২।মোঃ জুয়েল রানা (২৫), পিতা-মোঃ শাহ আলম , উভয় সাং-মিলপাড়া, পোষ্ট-মোহিনী মিলস, কুষ্টিয়া পৌরসভা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে ১৭২ (একশত বাহাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান মোট ৫১,৬০০/- টাকা) সহ গ্ৰেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।