তাহিরপুর (সুনামগঞ্জ) : রোকন উদ্দিন দীর্ঘ ১৭ মাস পর বিদ্যালয় খোলার কারনে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দের বন্যা বইছে, তাহিরপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী মাক্স পরিধান করে স্কুলে প্রবেশ করেছে।
এদিকে খোলার প্রথম দিনে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্ভুদ্ধ করার জন্য বিদ্যালয়টির সাবেক ছাত্র জনাব আব্দুস সাত্তার উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি করে কলম বিতরণ করেন ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর উপস্থিতিতে এই কলম বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রনি,সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও সমাজকর্মী তুজাম্মিল হক নাসরুম প্রমুখ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য এটি একটি মহৎ উদ্যোগ।সাবেক ছাত্র হয়ে বর্তমান ছাত্র ছাত্রী দের উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধান শিক্ষক