গরিব, অসহায় কৃষকের চাষাবাদকৃত ভূমিত অবৈধভাবে বলি উত্তোলন করিয়া বিপুল পরিমাণ অর্থিক ক্ষতি সাধন, প্রতিবাদ জানালে মামলা হামলার হুমকি প্রদান, রুহুল্লা চৌধুরী ।
তুলাতুলি সাতকানিয়ায় প্রশাসনের অবহেলায় বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীর থেকে প্রতিদিন অসংখ্য ট্রাক বালু উত্তোলন করছে। এত ওই এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুসহ গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
তুলাতুলির কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীর থেকে বালু উত্তোলন করছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় বথুয়াবাড়ি সেতুসহ নদীর তীরবর্তী তারাকান্দি, নবীনগর, বথুয়াবাড়ি গ্রামসহ শত শত বিঘা আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধে গ্রামের শতাধিক মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিলেও কোনো লাভ হয়নি। ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলন হবে।