বগুড়া জেলা প্রতিনিধি: মাসুম বিল্লাহ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে, বগুড়া’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে গত -১৩-ই সেপ্টেম্বর রাতি ১ টার স সময় বগুড়া জেলার সদর থানার বড় সরলপুর বামনপাড়া চারমাথা গ্রামস্থ জনৈক মোঃ মেহেরুল ইসলাম পিনু এর বাড়ির ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ শফিফুল আরিফ এর মুরগীর ফার্ম পাহারা দেওয়ার ঘরের মধ্যে হইতে ২৮৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৬ হাজার ৩ শত টাকাসহ আসামী মোঃ শরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৮), পিতা- মোজাহার আলী খলিফা ওরফে আকবর, সাং- চিংগাশপুর ২,নং মোঃ বাপ্পি (৩৪), পিতাঃ সাহেব আলী, সাং-বারপুর মধ্যেপাড়া মাটিডালি,
৩ নং মোঃ সোহেল মিয়া (৩২),পিতা-মোঃ লাল মিয়া, সাং- পলাশবাড়ি দক্ষিনপাড়া, ৪ নং মোঃ সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২৪), পিতা- মৃত দুলু মিয়া,সাং-পলাশবাড়ি মুন্নাপাড়া ৫ নং মোঃ ওমর ফারুক(৩২),পিতা- মোঃ আয়েজ উদ্দীন, সাং-বড় সরলপুর, সকলের থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ইহা ছাড়াও উল্লেখ্য যে গ্রফতারকৃত ০১ নং আসামী শরিফুল ও ০২নং আসামী বাপ্পি এর বিরুদ্ধে বগুড়া সদরসহ অন্যান্য থানায় পূর্বের আরো ০৬ টি মাদক মামলা রয়েছে।