রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা বিসিক কড়ই তলা মোড় থেকে ৪ গ্রাম হেরোইনসহ মোঃ শাজাহান মিয়া কে গ্রেফতার করেছে। জানা যায়,১৪/০৯/২০২১ইং রোজ মঙ্গলবার ৪.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মাদ মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা বিসিক কড়ই তলা মোড় জনৈক মোঃ আমিনুল আজম(৪৩), এর লামিয়া ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১।মোঃ শাজাহান মিয়া(২৬), পিতা-মৃত শুকুর মিয়া, সাং-আলাদিপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীকে ০৪(চার) গ্রাম হেরোইনসহ (মূল্য অনুমান মোট-৪০,০০০/-টাকা) গ্ৰেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।